পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Illegal Hawkers Evicted : আসানসোল স্টেশন রোডে জবরদখলকারী হকারদের উচ্ছেদ করল রেল - জবরদখকারী হকারদের উচ্ছেদ করল রেল

By

Published : May 24, 2022, 5:47 PM IST

একাধিক আন্দোলন ও বিক্ষোভ ৷ কিন্তু, কোনও কিছু করেই লাভ হল না ৷ আসানসোল স্টেশন রোডে রেলের জমিতে পাশে যত জবরদখলকারী হকার ছিল, তাঁদের উৎখাত করা হল (Railways Evicted Illegal Hawkers from Asansol Station Road) ৷ এ দিন আরপিএফ নামিয়ে আসানসোল রেল ডিভিশন কর্তৃপক্ষ হকার উচ্ছেদ করে ৷ অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার দু’পাশে প্রচুর হকার অবৈধভাবে জবরদখল করে বসেছিল ৷ ফলে স্টেশনে প্রবেশের সেই রাস্তা দিয়ে যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছিল ৷ রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছিল বলে অভিযোগ ৷ বারবার ওই হকারদের উঠে যেতে বলা হলেও কর্ণপাত করছিলেন না তাঁরা ৷ এ দিন আসানসোল রেল ডিভিশন বল প্রয়োগ করেই ওই হকারদের উৎখাত করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details