Mason Wins Lottery : রাতারাতি এক কোটি টাকার মালিক রঘুনাথগঞ্জের রাজমিস্ত্রী - এক কোটি পুরস্কার পান কান্দির এক বাসিন্দা
মাত্র 150 টাকা দিয়ে লটারি কাটলেন রাজমিস্ত্রী আর তাতে রাতারাতি কোটিপতির তালিকায় নাম লেখালেন মুর্শিদাবাদের মনসুর শেখ (raghunathganj mason wins 1 crore lottery) ৷ আর এই টাকা দিয়ে তিনি এখন স্বপ্ন দেখছেন সুন্দর বাড়ি গড়ার ৷ এছাড়াও ছেলেদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার স্বপ্ন দেখতেও শুরু করেছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের 1 নম্বর ব্লকের কাঁকরিয়া গ্রামের এই মনসুর শেখ । এর আগেও শুক্রবার এক কোটি পুরস্কার পান কান্দির এক বাসিন্দা। আর শনিবার কোটিপতি হলেন এক রাজমিস্ত্রী। আনন্দে আত্মহারা এখন শেখ পরিবার ৷