Panihati Rabindra Jayanti : বিশ্বকবির স্মৃতি জড়ানো পানিহাটির বাগানবাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন - rabindra jayanti celebration at panihati
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পানিহাটির পেনেটি বাগান বাড়িতে মহা সাড়ম্বরে পালিত হল কবি প্রণাম (Rabindra Jayanti at Panihati) । কবিগুরুর 162তম জন্মজয়ন্তী উপলক্ষে নাচ, গান, কবিতা, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্কৃতিপ্রেমী মানুষ ৷ কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ-সহ বিশিষ্টজনেরা ।