Rabindra Jayanti Celebration in Bus : কোচবিহারে এনবিএসটিসির দোতলা বাসে কবিগুরুকে স্মরণ - কোচবিহারে ঐতিহ্যবাহী দোতলা বাসে উদযাপন হল রবীন্দ্র জন্মজয়ন্তী
কোচবিহারে ঐতিহ্যবাহী দোতলা বাসে উদযাপন হল রবীন্দ্র জন্মজয়ন্তী ৷ প্রান্তিক সংস্থার উদ্যোগে সোমবার দুপুরে দোতলা বাসে করে কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে বিশ্বকবিকে স্মরণ করা হয় (Rabindra Jayanti Celebrate in NBSTC Bus) । উদ্যোক্তারা জানান, আগে আলিপুরদুয়ার জংশন-বামনহাট ট্রেনে কবিগুরুকে স্মরণ করা হত । যা কোভিডের কারণে গত দু'বছর বন্ধ ছিল । এবার এনবিএসটিসি (NBSTC)- র দোতলাবাসে ফের এই অনুষ্ঠান আয়োজিত হল ।