BJP ও তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গিয়েছে : রবীন দেব - মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেস ও BJP-কে আক্রমণ করে CPI(M) নেতা রবীন দেব বলেন, "BJP এবং তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গিয়েছে। বহিরাগতদের নিয়ে এসে নির্বাচনে জেতার জন্য মরিয়া দুই রাজনৈতিক দল। BJP কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে আসছে। আর রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী জেলায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন । টাকার থলি নিয়ে BJP ছুটছে।'