পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Python Rescued in Jalpaiguri : হাঁস-মুরগি খাওয়ার লোভে ফাঁদে পড়ল অজগর, তারপর.. - Python Rescued in Jalpaiguri

By

Published : Apr 25, 2022, 8:02 PM IST

হাঁস-মুরগি খাওয়ার লোভে ধরা পড়ল অজগর (Python Rescued in Jalpaiguri)। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের কোয়ার্টার মোড়ের এক গৃহস্থের বেড়াজালে আটকে পরে হিমসিম অবস্থা অজগরের। এই কাণ্ড দেখে চক্ষুচড়ক গাছ গৃহস্থের! সুনীল কুমার বসুনিয়ার বাড়ির বেড়ার জালে আটকে পরে ছটফটানি শুরু করে করা অজগর ৷ কিন্তু ছটফটানিই সার৷ কিছুতেই জাল কেটে আর বেরোতে পারছে না অজগর ৷ শেষমেশ জাল কেটে উদ্ধার করলেন এক পরিবেশপ্রেমী সংস্থার সম্পাদক নন্দু রায়। জালের মধ্যে পড়ে ভালই আঘাত পেয়েছে অজগর ৷ সেই সঙ্গে এমন শিক্ষা পেয়েছে, আর কখনও হাঁস-মুরগি খেতে যাবে কি না সন্দেহ ! অজগরটি এখন গরুমারা বন্যপ্রাণী বিভাগের হেফাজতে রয়েছে ৷ পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details