ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার পুজোয় নবমীতে কুমারী পুজো - durga pujo 2020
ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার দুর্গাপুজো । এই পুজোটি কলকাতার প্রথম বারোয়ারি পুজো । 1910 সালে পুজো আরম্ভ হয় । এবছর 111 বছরে পা দিল । প্রথম বছর থেকেই নবমীতে কুমারী পূজা তিথি মনে হয় । নবমী পুজো শেষে ভোগ আরতি মিটে যাওয়ার পর কুমারী দুর্গাকে নিয়ে আসা হয় । কুমারী দুর্গাকে হতে হয় 6 থেকে 7 বছরের মধ্যে । পুজো শেষে ঢাক বাজিয়ে আবার তাকে বাড়িতে দিয়ে আসা হয় ।