পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Provide Financial Assistance : হাতির হানায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য - হাতির হানায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য

By

Published : May 18, 2022, 5:07 PM IST

জয়পুর থানার ঝালমামরা গ্রামে একটি বিয়ে বাড়িতে এসে হাতির হানায় মত্যু হয়েছিল এক মহিলার। আজ, বুধবার মৃত ওই মহিলার পরিবারের হাতে আড়াই লক্ষ টাকার চেক তুলে দিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুরুলিয়া বন বিভাগের ডি এফ ও দেবাশিস শর্মা। বাকি আড়াই লক্ষ টাকা ব্যাংক একাউন্টে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা । উল্লেখ্য, নিজের ভাগ্নের বিয়ে উপলক্ষে ঝাড়খণ্ডের মহদা থানার হরিহর পুর গ্রামের বাসিন্দা বেবি দেবী (46) এসেছিলেন জয়পুর থানার ওই গ্রামে। এবং ১১ মে অতি ভোরে আচমকা হাতির সামনে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিয়ম অনুযায়ী এই ক্ষতিপূরণের ব্যবস্থা বলেই জানিয়েছেন সুজয় বন্দ্যোপাধ্যায় (Provide financial assistance)৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details