House Wife Death Case : গৃহবধূ হত্যার প্রতিবাদে বাঁকুড়ায় মিছিল গ্রামবাসীদের - গৃহবধূ হত্যার প্রতিবাদে মিছিল গ্রামবাসীদের
বাঁকুড়া জেলার রতনপুরে উদ্ধার হয় এক গৃহবধূর মৃতদেহ (House Wife Death Case)। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে নিকটস্থ পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার ৷ মৃত গৃহবধূর নাম সোনালী পরামাণিক ৷ বৃহস্পতিবার পুলিশ মৃতার স্বামী সোমনাথ পরামাণিক ও তার মা, বাবাকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । যদিও গৃহবধূর এই মৃত্যু খুন নাকি আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষ তবুও তাঁর শ্বশুরবাড়ির অমানবিক অত্যাচারেই গৃহবধূর মৃত্যু হয়েছে সেই অভিযোগেই একটি মিছিল বের করেন গ্রামবাসীরা । গৃহবধূ সোনালী দেবীর মৃত্যুর কারণ তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়ি ছাড়া ননদের বিরুদ্ধে অভিযোগও ওঠে ৷ এমনকি দোষীদের মৃত্যুদন্ডেরও দাবি করেন মিছিলে অংশগ্রহণকারীরা ।