Girls Rescued from Red Light Area : লছিপুর নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার দুই নাবালিকা - লছিপুর নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার দুই নাবালিকা
কুলটি থানার লছিপুর নিষিদ্ধপল্লী এলাকা থেকে দুই নাবালিকাকে উদ্ধার করল পুলিশ (Police rescues two minor Girls from Red Light Area) । নাবালিকাদের সঙ্গে থাকা দুই যুবককেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ । কী কারণে ওই দুই নাবালিকা নিষিদ্ধপল্লীতে এসেছিল তা এখনও জানা যায়নি ।