Police Naka Checking : মাও নাশকতা আশঙ্খা,জঙ্গলমহলে শুরু হল পুলিশি নাকা চেকিং - Police Naka Checking
বাঁকুড়ার জঙ্গলমহলে শুক্রবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। সূত্র মারফত আগামী 15 দিন এই নির্দেশিকা জারি রাখা হবে। জঙ্গলমহলে ফের মাও নাশকতার আশঙ্কাতেই জারি রাখা হয়েচে হাই এলার্ট,তার জেরেই শনিবার সকাল থেকে শুরু হল পুলিশি নাকা চেকিং(Police Naka Checking) । প্রত্যেকটি গাড়ি কোথায় যাচ্ছে, কোন গন্তব্যে যাচ্ছে, কী উদ্দেশ্য নিয়ে যাচ্ছে তার পাশাপাশি গাড়িগুলিতে তল্লাশি অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে।
TAGGED:
Police Naka Checking