পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Modi witnesses Ganga Aarti : শিব দীপোৎসবে লেজ়ার শো, গঙ্গা আরতিতে সন্ধে কাটল প্রধানমন্ত্রীর

By

Published : Dec 14, 2021, 10:17 AM IST

বারাণসী তাঁর লোকসভা কেন্দ্র ৷ আসছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ৷ 2024-এর লোকসভা নির্বাচনের আগে যোগী রাজ্যের এই নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গেরুয়া শিবিরের কাছে ৷ সোমবার কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর আগমনে নতুন রূপে সেজে উঠেছে বারাণসী ৷ সন্ধ্যায় গঙ্গা আরতি (PM Narendra Modi witnesses Ganga Aarti) আর শিব দীপোৎসব উপলক্ষ্যে লেজ়ার শো দেখতে মগ্ন ছিলেন প্রধানমন্ত্রী ৷ সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী (PM Narendra Modi witnesses laser light show in Varanasi) ৷ রাতে যোগী আদিত্যনাথকে নিয়ে ঘুরে দেখলেন বারাণসী রেল স্টেশন ৷

ABOUT THE AUTHOR

...view details