পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Sabarmati Atal Bridge সবরমতীতে চোখ ধাঁধানো অটল সেতু, আমেদাবাদে আজ উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি - আমেদাবাদ

By

Published : Aug 27, 2022, 10:16 AM IST

আজ বিকেলে আমেদাবাদে সবরমতী নদীতে অটল ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 300 মিটার দৈর্ঘ্যের এই ফুট ব্রিজটি সবরমতী রিভারফ্রন্টের পূর্ব ও পশ্চিম দিকের মধ্যে সংযোগ স্থাপন করবে ৷ এলইডি লাইট, রঙ, সব মিলিয়ে আকর্ষণীয় ও অত্যাধুনিক এই ফুট ব্রিজটি শুধুমাত্র হাঁটাচলার জন্য ৷ এর নামকরণ প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ির নামে করা হয়েছে (PM Modi to inaugurate Sabarmati Riverfront Atal Bridge in Ahmedabad today) ৷ রাজ্যে পর্যটনকে আরও উন্নত করতে এই উদ্যোগ ৷

ABOUT THE AUTHOR

...view details