ED Arrests Manik Bhattacharya: মানিককে দেখেই আদালতে উঠল 'চোর চোর' রব, দেখানো হল জুতোও - মানিক ভট্টাচার্যকে দেখানো হল জুতো
সোমবার রাতে ম্যারাথন জেরার পর নিয়োগ দুর্নীতি-কাণ্ডে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি (ED) ৷ মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) 2 কোটি টাকারও বেশি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। গ্রেফতারির পর মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় ইডি-র তরফে ৷ আদালত চত্বরে এদিন মানিক ভট্টাচার্য প্রবেশ করতেই তাঁকে ঘিরে উঠল 'চোর চোর' রব। পাশাপাশি জুতো দেখিয়েও বিক্ষোভ দেখানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরে। উল্লেখ্য, নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কেও কয়েকদিন আগে একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। গ্রেফতারের পর তাঁকে লক্ষ্য করে জুতোও ছোড়া হয়েছিল ।