পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dooars Tribal: প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হওয়ায় খুশির হাওয়া ডুয়ার্সের আদিবাসীদের মধ্যে

By

Published : Jul 21, 2022, 10:38 PM IST

এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু জেতার খুশিতে মাদলের তালে নাচলেন ডুয়ার্সের আদিবাসীরা (Dooars are Happy to have Tribal Woman President) ৷ কোমর দোলালেন বিধায়কও । আলিপুরদুয়ার জেলার কালচিনির বিধায়ক বিশাল লামা বৃহস্পতিবার আদিবাসীদের নিয়ে দ্রৌপদী মুর্মুর জেতার আনন্দে একটি র‍্যালি বের করেন ৷ অকাল হোলি খেলে খুশিতে নাচেন মহিলারাও । কালচিনির রাঙা মাটি থেকে কালচিনির বিজেপি পার্টি অফিস পর্যন্ত এই মিছিলে প্রচুর আদিবাসী চা-শ্রমিক অংশগ্রহণ করেন । আলিপুরদুয়ারের কালচিনির পাশাপাশি কুমারগ্রাম মাদারিহাট-সহ জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, শিকারপুর ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় আদিবাসীদের মধ্যে খুশির হাওয়া লক্ষ্য করা যায় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details