পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bee Filled Car Overturned : উলটে গেল মৌমাছি ভর্তি ভ্যান, আতঙ্কে পালালেন দোকানদাররা

By

Published : Jun 25, 2022, 5:17 PM IST

পিকআপ ভ্যান উলটে গিয়ে বেরিয়ে এল ঝাঁকে ঝাঁকে মৌমাছি (Bee filled Car Overturned in Daspur) ৷ কামড়ের ভয়ে দিশেহারা হয়ে দৌড় লাগালেন দোকানদাররা । পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আহত পিকআপ-ভ্যান চালককে ভর্তি করা হয় হাসপাতালে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটাল থেকে পাঁশকুড়াগামী একটি মৌমাছি বোঝাই পিকআপ-ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের উপরে উলটে যায় । তা থেকে বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে মৌমাছি ৷ অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক ।

ABOUT THE AUTHOR

...view details