রাসবিহারী বসু কে ছিলেন ? কেউ বললেন, নেতাজির বাবা, কেউ-জানি না - IndiaCelebratesIndependenceDay
বিপ্লবী রাসবিহারী বসু কে ছিলেন ? তাঁর বাড়ি কোথায়? এই প্রশ্নে কেউ বললেন, তিনি সুভাষচন্দ্র বসুর বাবা ৷ আবার কেউ বললেন দাদা ৷ কেউ বা বললেন, তিনি একজন মন্ত্রী । অনেকে আবার প্রশ্ন শুনে এড়িয়েও গেলেন ৷ 1886 সালের 25 মে পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রামে জন্ম বিপ্লবী রাসবিহারী বসুর ৷ তিনি আজ়াদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন ৷ পরে সেই বাহিনীর দায়িত্ব তুলে দেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে ৷ 1945 সালের 21 জানুয়ারি জাপানে মৃত্যু হয় রাসবিহারী বসুর ৷ আর তাঁকে নিয়ে প্রশ্নে এমনই সব উত্তর পাওয়া গেল ৷ ভিডিয়ো ...