পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Containment Zone In Durgapur : নামেই কনটেনমেন্ট জোন, দুর্গাপুরে বাস্তবে তা ফস্কা গেরো - নামেই কনটেনমেন্ট জোন, দুর্গাপুরে বাস্তবে তা ফস্কা গেরো

By

Published : Jan 10, 2022, 7:01 AM IST

দুর্গাপুরের একাধিক জায়গায় মিনি কনটেনমেন্ট জোন ঘোষণা কি শুধুই কাগজে-কলমে? বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে, ব্যাস এই পর্যন্তই । নেই নজরদারি। তাই কনটেনমেন্ট জোনের ভেতর অবাধ প্রবেশ সাধারণ মানুষের। দুর্গাপুর নগর নিগম থেকে ঘটা করে পোস্টার টাঙিয়ে কনটেনমেন্ট জোন চিহ্নিত করে দেওয়া হলেও অনেকেই মানছে না নিয়মকানুন (People breach containment zone restrictions randomly in Durgapur)। মাস্কহীন অবস্থাতেও ঘুরে বেড়াচ্ছেন অনেকে। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, উঠছে সেই প্রশ্ন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details