পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

CCTV Footage: ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী - হাওড়া সিসি টিভি ফুটেজ

By

Published : Sep 27, 2022, 4:00 PM IST

হাওড়া স্টেশনে একটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান এক যাত্রী (Foot Slipped CCTV Footage) । সোমবার ঘটনাটি ঘটে হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের 18 নম্বর প্ল্যাটফর্মে । আরপিএফ সূত্রে খবর, হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ পুরুলিয়া এক্সপ্রেস বিকেল 4.50 নাগাদ যখন ছাড়ে, তখন এক যাত্রী দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে যান । নিজের দৌড়ানোর গতি ও চলন্ত ট্রেনের গতির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে না পেরে তিনি প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান । সেই সময় প্ল্যাটফর্মে ডিউটি করছিলেন আরপিএফফের এসআই পদ মর্যাদার দুই কর্মী এ কে আকেলা এবং এ কে যাদব । তাঁরা দৌড়ে প্রাণের ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে উদ্ধার করেন । রুদ্ধশ্বাস গোটা ঘটনাটাই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় । ওই দুই কর্মীর সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির জোরে কোনওক্রমে প্রাণ বাঁচেন ওই যাত্রী । যদিও রেলের তরফ থেকে ওই যাত্রীর নাম প্রকাশ করা হয়নি। তবে ওই দুই আরপিএফ কর্মীকে পুরস্কৃত করা হতে পারে বলে আরপিএফ সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

...view details