পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Partha Chatterjee: 'সবাইকে পুজোর শুভেচ্ছা' ! হাজতে ঢোকার আগে বললেন পার্থ - জেল হেফাজত

By

Published : Sep 21, 2022, 8:29 PM IST

Updated : Sep 21, 2022, 10:03 PM IST

দুর্গাপুজোও (Durga Puja 2022) কাটবে হাজতেই ! আপাতত মুক্তি পাচ্ছেন না নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ বুধবার বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) তাঁর জামিনের আবেদন খারিজ হয় যায় ৷ তারপরও রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছা জানালেন পার্থ ! এদিন আদালত চত্বর থেকে বেরোনোর মুহূর্তে সাংবাদিকরা পার্থকে জিজ্ঞাসা করেন, "পার্থদা পুজায় জেলে থাকতে হবে ৷ মনখারাপ করছে না ? কিছু বলবেন ?" উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "সবাইকে পুজোর শুভেচ্ছা !" প্রসঙ্গত, এদিন পার্থকে আগামী 5 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক ৷
Last Updated : Sep 21, 2022, 10:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details