ফি মকুবের দাবিতে হাওড়ার একাধিক স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের - স্কু ফি মকুবের দাবিতে বিক্ষোভ
ফি মকুবের দাবিতে হাওড়ার একাধিক বেসরকারি স্কুলে বিক্ষোভ দেখাল অভিভাবকরা । ডোমজুড়ের DPS স্কুল থেকে শুরু করে সেন্ট হেলেন স্কুল, সর্বত্রই ধরা পড়ছে একই ছবি । বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধও করা হয় ।