পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Pappu Roy : সাইকেল নিয়ে বাংলাদেশের পথে পাপ্পু - Pappu Roy

By

Published : May 27, 2022, 9:00 PM IST

ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে সাইকেল করে বাংলাদেশ ভ্রমণ । দক্ষিণ 24 পরগণা বারুইপুর থানা এলাকার বেগমপুরের বাসিন্দা পাপ্পু রায় (Pappu Roy) । গ্রামেই একটি ছোট্ট বাড়ি, মা , স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে তাঁর সংসার । ইচ্ছা মানব পাচার বন্ধ হোক । তাঁর এই ইচ্ছায় উৎসাহ দিলেন মা ও স্ত্রী । সাইকেল চালিয়ে বাংলাদেশের উদ্দেশে্য রওনা দিলেন তিনি । বাংলাদেশ থেকে ভারতে বহু মানব পাচার হয়েছে ৷ এর আগে পাপ্পু রায় বাংলা থেকে নেপালে গিয়েছেন মানব পাচার বিরোধী প্রচার করতে । এবার পাড়ি দিলেন বাংলাদেশে । তাঁর একটাই উদ্দেশ্যে ভারত থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে গিয়ে বিভিন্ন জায়গাতে এই প্রচার অভিযান চালাবেন ।

For All Latest Updates

TAGGED:

Pappu Roy

ABOUT THE AUTHOR

...view details