Pallavi Chatterjee : লক্ষ্মীর আরাধনায় ব্রতী অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়
কোজাগরী লক্ষ্মীপুজোয় বাংলার ঘরে ঘরে চলছে লক্ষ্মী বন্দনা ৷ সাধারণ গৃহস্থের পাশাপাশি তারকারাও ব্রতী হলেন লক্ষ্মীর আরাধনায় ৷ এই তারকাদের অন্য়তম অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ৷ করোনা সংক্রমণের আবহে কোভিড প্রোটোকল মেনেই আবার ধনদেবীর আরাধনা করলেন এই অভিনেত্রী ৷ ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর দেবী বন্দনার হরেক রকম ছবি । কোভিড প্রোটোকলের কারণেই এবারের লক্ষ্মীপুজোয় তাঁর বাড়িতে জনসমাগম বিশেষ হয়নি৷ গতবারও ছিল না । তবে লক্ষ্মী বন্দনায় নিয়ম নিষ্ঠায় এতটুকু ঘাটতি রাখেননি পল্লবী৷ গরদের লাল পেড়ে ঘিয়ে রঙের শাড়ি পরে লক্ষ্মীর আরাধনায় বসেছিলেন তিনি ৷ পুজো উপলক্ষে এদিন নিজের বাড়িটিকে সুন্দর আলপনা ও আলো দিয়ে সাজিয়েছিলেন অভিনেত্রী ৷