পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Public Outrage on Partha: চোরটা কোথায়...এসি গাড়িতে কেন ? জোকা ইএসআইতে জনতার ক্ষোভের মুখে পার্থ - Partha Chatterjee

By

Published : Aug 5, 2022, 3:16 PM IST

Updated : Aug 5, 2022, 3:23 PM IST

কেউ বলছেন ‘চোরটা কোথায়’ ৷ তো কেউ আবার নাম ধরেই বলছেন, ‘পার্থ চোর’ ৷ আবার কারও দাবি, ‘‘জনতার হাতে ছেড়ে দিক, জনতাই বিচার করবে ৷’’ কেউ আবার ক্ষোভ উগড়ে বলছেন, ‘‘পাবলিকের টাকায় এসি গাড়িতে কেন ঘোরানো হচ্ছে ?’’ এঁরা কোনও বিরোধী রাজনৈতিক দলের নেতা নন ৷ এঁরা হলেন, প্রত্যক্ষ ও পরোক্ষ করদাতা (Outrage Among People on Partha Chatterjee at Outside ESI Hospital Joka) ৷ মানে, সাধারণ মানুষ ৷ এ দিন পার্থ চট্টোপাধ্যায়কে ইএসআই হাসপাতাল থেকে নিয়ে বেরনোর সময়, ভিড়ের মধ্যে থেকে এ ভাবেই বেরিয়ে এল ‘সাধারণ’ এর ক্ষোভ ৷
Last Updated : Aug 5, 2022, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details