Siliguri Firing স্বাধীনতা দিবসের রাতেই শিলিগুড়িতে চলল গুলি, জখম 1 - শিলিগুড়ি গুলি
স্বাধীনতা দিবসের রাতে জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি । ঘটনায় গুরুতর জখম হলেন একজন (Firing in Siliguri)। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সুকান্ত নগরে । আহত ব্যক্তির নাম বিদ্যুৎ সাহা । তিনি জমির কারবার করতেন বলে জানা গিয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে গেটের সামনে বিদ্যুৎ সাহার সঙ্গে কথা বলছিল । সেই সময় তাদের মধ্যে উত্তেজিত বাক্যবিনিময় হয় । তারপরই হঠাৎ করে গুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছেন আক্রান্তের ছোট মেয়ে । তাঁরা ছুটে এসে দেখেন বিদ্যুৎবাবু রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ।