One Elephant In Bengdubi : ব্যাঙডুবি সেনাছাউনিতে ঢুকে পরল দলছুট দাঁতাল - One Elephant In Bengdubi
ব্যাঙডুবি সেনাছাউনিতে ঢুকে পরল এক দলছুট দাঁতাল (One Elephant In Bengdubi)। বৃহস্পতিবার বিকেলে টুকুরিয়াঝার জঙ্গল থেকে একটা পূর্ণবয়স্ক দলছুট দাঁতাল সেনাছাউনিতে ঢুকে পরে । যদিও ওই দাঁতালটি কোনরকম ক্ষয়ক্ষতি করেনি । সেনাছাউনির ভিতরে গজরাজ বেশ কিছুক্ষণ পায়চারি করার পর ফের বাগডোগরার জঙ্গলে ফিরে যায় । বিষয়টি দেখে সেনার তরফে খবর দেওয়া হয় বনদফতরে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা । তাঁরা জঙ্গলে ফেরা পর্যন্ত হাতিটির উপর নজর রাখে । সেনাছাউনি থেকে বেরিয়ে মূল সড়ক পার করে দাঁতালটি জঙ্গলে ফিরে গেলে স্বস্তি ফেরে জওয়ানদের ।
TAGGED:
One Elephant In Bengdubi