পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Money Recovery: 60 লক্ষেরও বেশি নগদ উদ্ধার করল নৈহাটি জিআরপিএফ, আটক এক - নৈহাটি জিআরপিএফের তরফে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা

By

Published : Oct 12, 2022, 1:36 PM IST

মঙ্গলবার নৈহাটি জিআরপিএফের (GRPF) তরফে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা ৷ পাশাপাশি টাকা-সহ এক ব্যক্তিকে আটকও করা হয়েছে (One Detain by GRPF in Money Recovery)। উদ্ধার হওয়া ওই টাকার পরিমাণ আনুমানিক 60 লক্ষেরও বেশি বলে জানা গিয়েছে আইসি নৈহাটি জিআরপিএফের সূত্রে ৷ উদ্ধার হওয়া টাকা গুনতে বুধবার ব্যাংকের আধিকারিকরা টাকা গোনার মেশিন নিয়ে আসেন বলে জানিয়েছেন আইসি বাসুদেব মল্লিক। এই মূহুর্তে চলছে টাকা গোনার কাজ ৷

ABOUT THE AUTHOR

...view details