Stray Dog Killed : বিধাননগরে পথ কুকুরকে মেরে ফেলায় গ্রেফতার অভিযুক্ত - বিধাননগরে পথ কুকুরকে মেরে ফেলায় গ্রেফতার অভিযুক্ত
পথ সারমেয়কে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার এক। নাম সাবিরুল মল্লিক। শাসনথানা এলাকার বাসিন্দা সাবিরুল। তাকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ। শুক্রবার বাটাম দিয়ে মেরে ফেলা হয় ওই সারমেয়টিকে (one arrested in street dog killed incident) । গতকাল সে যন্ত্রণা সহ্য না করতে মারা যায় ৷ যিনি অভিযোগ করেছেন তাঁর নাম দোলা রায় ৷ শুক্রবার দুপুরে হঠাৎ করে কুকুরের কান্নার আওয়াজ পান তিনি ৷ এরপরই নীচে নেমে দেখেন রাস্তায় পড়ে রয়েছে সারমেয়টি। সাবিরুল একটি বাটাম দিয়ে মারতে মারতে লাঠিটি ভেঙে ফেলেছে। এরপর বাকবিতণ্ডা শুরু হয় দোলা ও সাবিরুলের মধ্যে ৷ সাবিরুল হেনস্থাও করে দোলাকে। অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয় ৷ দোলা রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর একার পক্ষে এই প্রতিবাদ চালানো সম্ভব নয়, তাঁকে সাহায্য করতে আরও অনেককে এগিয়ে আসতে হবে ৷ নাহলে এই অবলা প্রাণগুলির সঙ্গে যারা এই অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না ৷ আর তারাও এই অন্যায় করতে দু'বার ভাববে ৷