পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

75 Years of Independence স্বাধীনতার 75তম বর্ষে 75 ফুট জাতীয় পতাকা নিয়ে পথে নামবেন অগ্নিবীররা - বিষ্ণুপুর 75 ফুট জাতীয় পতাকা

By

Published : Aug 14, 2022, 1:12 PM IST

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার মুচিশা বাবুলাল পোল থেকে বিদ্যানগর মঠ পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা পদযাত্রা-সহ বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে (Agniveers Will March With 75 Feet National Flag) । এছাড়াও ট্যাবলো ও ভারত মাতার প্রতিকৃতি ছবি থাকবে, 75 ফুট জাতীয় পতাকা নিয়ে রাস্তায় হাঁটবেন 40-50 জন অগ্নিবীর ৷ সঙ্গে এই শোভাযাত্রায় পা মেলাবেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ও প্রাক্তন পুলিশকর্মী । থাকবেন নিহত সৈনিকদের পরিবারের সদস্যরাও । অগ্নিবীর সোহম ঘোষ জানান, আমরা দুই-তিন মাস ধরে মাঠে অনুশীলন করে আসছি এবং 15 অগস্ট দিনে 75 ফুটের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় হাঁটব ৷

ABOUT THE AUTHOR

...view details