Man Bites Snake: সাপের ছোবল খেয়ে পালটা কামড় সরীসৃপকে ! - Man Bites Cobra to Death After it Bites him
ওড়িশার বালাসোর জেলার বাসিন্দা সেলিম খান (45) নামে এক ব্যক্তিকে সাইকেলে করে ঘাড়ে একটি সাপ নিয়ে দেখা গেল (Man Bites Cobra to Death After it Bites him) ৷ তাঁকে এই অবস্থায় দেখে উৎসাহিত জনতা এর কারণ জিজ্ঞাসা করে । সেলিম জানান, মাঠে কাজ করার সময় তাঁকে একটি সাপ কামড় দেয় ৷ এরপর তিনিও ওই সাপটাকে কামড়ে দেন ৷ প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি মৃত সাপকে গলায় পেঁচিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সেলিম !