Dilip on Early Summar Vacation : পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা, গরমের ছুটি নিয়ে প্রশাসনকে তোপ দিলীপের - Dilip Ghosh
পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে রাজ্য সরকার (Not Good for Students Future Dilip Ghosh on Early Summar Vacation) ৷ গরমের ছুটি এগিয়ে দেওয়ার প্রসঙ্গে এমনই অভিযোগ করলেন দিলীপ ঘোষ ৷ কলকাতা হাইকোর্ট এ নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে ৷ সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দু’বছর পর স্কুল খুলেছিল ৷ বাচ্চাদের অভ্যেস বদলে গেছে এই সময়ে ৷ পুনরায় তাদের স্কুলে ফিরে যাওয়ার অভ্যেস তৈরি হওয়ার আগেই গরমের নাম করে স্কুল বন্ধ করে দেওয়া হল ৷ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা সরকার ভাবে না বলে অভিযোগ করেন দিলীপ ৷ তাঁর সরাসরি অভিযোগ, রাজনৈতিকভাবে চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আর গরমের বিষয়ে তাঁর মত, গরম প্রতিবছরই পড়ে ৷ সেখানে বিকল্প ব্যবস্থা করা যেত ৷ তবে, স্কুল ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্তে পড়ুয়াদের ভবিষ্যতের ক্ষতি হবে ৷