BJP Yuva Morcha Protest: কার্নিভালের বিরোধিতা করে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা
মাল নদীতে হড়পা বানে 8 জনের মৃত্যুর (Mal River Incident) পরেও কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় পুজো কার্নিভালের (Durga Puja Carnival) আয়োজন করা হয়েছিল ৷ যার নিন্দায় ও প্রতিবাদে শিয়ালদা স্টেশনে বিক্ষোভ দেখাল উত্তর কলকাতা জেলা বিজেপির যুব মোর্চা (North Kolkata BJP Yuva Morcha Protest) ৷ যেখানে ছড়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধিক্কার জানায় বিজেপি যুব মোর্চা ৷ প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘‘দশমীতে স্বজন হারিয়ে কাঁদছে যখন ‘মাল’, হাসিমুখে মুখ্যমন্ত্রী দেখতে ব্যস্ত কার্নিভাল ৷’’ পাশাপাশি, মালবাজারের ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবি জানায় উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা ৷