বালিতে দেখা মিলল নর্থ অ্যামেরিকান উড ডাকের - maigrated bird
নর্থ অ্যামেরিকান উড ডাক । মূলত উত্তর অ্যামেরিকাতেই দেখা মেলে এই পাখির ৷ রূপে সে তাক লাগিয়ে দিতেই পারে যে কোনও পাখিপ্রেমীককে । এই পাখির দেখা মিলল হাওড়ার বালি এলাকার ঘোষ পাড়ার একটি পুকুরে ৷ পাখিটিকে দেখতে গতকাল দুপুর থেকেই ভিড় জমে যায় এলাকায় । পাখিটির ছবি তুলতে উৎসাহী হয়ে পড়েন এলাকাবাসী । স্থানীয় মানুষজন জানান, কিছুদিন ধরেই পাখিটি পুকুরের জলে দেখা যাচ্ছিল । খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে পুকুর পাড়ে । কিন্তু প্রশ্ন একটাই কীভাবে এই পাখী এল এখানে ?