পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jamai Sasthi Special Sweet : শাশুড়ির জন্য জামাইয়ের হাতে ‘শাশুড়ি জিন্দাবাদ’ সন্দেশ - Zindabad Sandesh is the mother in law

By

Published : Jun 4, 2022, 10:48 PM IST

Updated : Jun 4, 2022, 11:07 PM IST

রাত পোহালেই জামাইষষ্ঠী ৷ বাঙালির বারো মাসে তেরো পার্বনের মতো জামাইষষ্ঠী ঘিরেও উন্মাদনা যে কিছু কম নয়, তা বলার অপেক্ষে রাখে না ৷ কিন্তু জামাইরাও নতুন উপহার দিয়ে শাশুড়ি মা-কে চমকে দিতে পিছপা হন না ৷ তা যদি মিষ্টি হয়, তো কথাই নেই ৷ আবার সেই মিষ্টিতে যদি লেখা থাকে ‘শাশুড়ি জিন্দাবাদ’৷ জামাই ষষ্ঠীতে দেদার বিকোচ্ছে শাশুড়ি জিন্দাবাদ মিষ্টি । এই স্পেশাল সন্দেশ তৈরি করছে চন্দননগরের এক বিখ্যাত মিষ্টির দোকান । মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্ণধার ধনঞ্জয় দাস বলেন, ‘‘ব্যাপক চাহিদা আছে শ্বাশুড়ি জিন্দাবাদ মিষ্টির । দু’শো গ্রাম সন্দেশের দাম মাত্র 120 টাকা ৷ তবে ক্রেতাদের মধ্যে এই সন্দেশের চাহিদা বেশ । শাশুড়িরা প্রতিবার খাটা খাটনি করে জামাইদের খাওয়ায় । উনাদের উদ্দেশ্য করেই এই সন্দেশের নামকরণ । এই সন্দেশেই মোহিত হবেন শাশুড়িরা (Jamia Sasthi Special Sweet)।’’
Last Updated : Jun 4, 2022, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details