Kolkata Municipal Corporation : প্রতিমা নিরঞ্জনে এবছর বিকল্প ব্য়বস্থার আয়োজন কলকাতা পৌরনিগমের - Firhad Hakim
গঙ্গা দূষণ প্রতিরোধ করতে এবার দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য বিকল্প ব্যবস্থা নিল কলকাতা পৌরনিগম। গঙ্গার ঘাটের এক পাশে এক জায়গায় তৈরী করা হয়েছে, প্রতিমা গঙ্গায় বিসর্জন না দিয়ে সেখানেও নিয়ে যাওয়া যাবে। সেখানে পাইপের মাধ্যমে গঙ্গার জল দিয়ে দেবী মূর্তিকে স্নান করিয়ে পুরোপুরিভাবে নিরঞ্জন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, গঙ্গা দূষণ প্রতিরোধ করতে এই বিকল্প ব্যবস্থার আয়োজন করা হয়েছে । এই বছর পরীক্ষা মূলকভাবে এই বিকল্প বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে । যদি এই বিকল্প ব্যবস্থা সফল হয় তাহলে আগামী বছর আরও বড় মাপে আয়োজন করা হবে । এবছর যেসব পুজো কমিটি চাইবে তারা এই বিকল্প ব্যবস্থার সুবিধা নিতে পারবেন । তবে কোনও বাধ্যবাধকতা থাকছে না ।