Netaji Statue Vandalized: নেতাজির মূর্তি ভাঙায় চাঞ্চল্য, দায়ের এফআইআর - পানিহাটি
নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙাকে (Netaji Statue Vandalized) কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য ৷ শনিবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার পানিহাটি (Panihati) এলাকায় ৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গভীর রাতে ফাঁকা রাস্তায় কয়েকজন যুবক অসংলগ্নভাবে ঘুরে বেড়াচ্ছেন ৷ তাঁরা মদ্যপ ছিলেন বলে অনুমান করা হচ্ছে ৷ ওই যুবকরাই নেতাজির মূর্তি ভেঙে দেন বলে অভিযোগ ৷ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে যান স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ ৷ ইতিমধ্য়েই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷