পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

যানজটের জেরে ব্যাপক সমস্যায় NEET পরীক্ষার্থীরা - Neet Exam

By

Published : Sep 13, 2020, 5:58 PM IST

দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বেসরকারি B C রায় ইঞ্জিনিয়ারিং কলেজে NEET পরীক্ষা দিতে এসে ব্যাপক যানজটের মুখে পরীক্ষার্থীরা । ফুলঝোড় মোড় থেকে BC রায় কলেজ পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয় । যার কারণে পরীক্ষার্থী থেকে অভিভাবক এবং সাধারণ পথচারীদের সমস্যা দেখা দেয় । পরে পুলিশ গেলেও রাস্তার উপরে চার চাকা, দু'চাকা যানবাহন দাঁড়িয়ে পড়ার কারণে যানজট মুক্ত করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় ।

ABOUT THE AUTHOR

...view details