দাদার শ্রাদ্ধে টাকা না খরচ করে গরিবদের সাহায্যে ভাই
সবাই সবার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দুস্থ অসহায় মানুষদের সহযোগিতা করতে । এবার সেই পথেই হাঁটলেন বাঁকড়া অঞ্চলের ডোমজুড় পঞ্চায়েত সমিতির সদস্য ননি পাল । গত 22 মার্চ মৃত্যু হয় তার দাদার । এরপরেই তিনি ঠিক করেন দাদা মৃত্যুর শ্রাদ্ধ অনুষ্ঠান না করে ,সেই কাজের টাকা যাবতীয় গরিবদের সাহায্য খাদ্য সামগ্রী কিনবেন ৷ তা বিতরণ করবেন অসহায় দরিদ্র মানুষের মধ্যে । সেই পরিকল্পনা মাফিক আজ বাঁকড়া অঞ্চলে প্রায় হাজার জন মানুষের হাতে তুলে দেন চাল,আলু, সোয়াবিন ।