CAA পাশের পর বাংলায় হিংসা হয়েছে, দিদি সত্যিই বাংলার গর্ব; কটাক্ষ মুকুলের - barasat
পৌরভোটের আগে "বাংলার গর্ব মমতা" বলে নতুন কর্মসূচি নিয়ে তৃণমূল । এনিয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় ৷ বলেন, "এতদিন তৃণমূলের বড় বড় কাট আউটের নিচে লেখা থাকত মমতা সততার প্রতীক ৷ এখন সেটি উঠে গেছে ৷ অতএব সততার প্রতীক শব্দটি থেকে তৃণমূল সরে গেছে ৷" তিনি আরও বলেন, "সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ায় বাংলায় হিংসা হয়েছে । ল্যাম্পপোস্ট উলটে দেওয়া হয়েছে । ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই বাংলার গর্ব ৷ "