পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Cooch Behar News : সরকারি কাজে গতি আনতে মোটর সাইকেল বিতরণ - motor cycle distribution among wb govt employees in cooch behar

By

Published : Apr 25, 2022, 10:48 PM IST

সরকারি খরচ কমাতে এবং কাজের গতি আনতে এবার জেলার বেশ কিছু সরকারি দফতরের হাতে মোটর সাইকেল তুলে দিল কোচবিহার জেলা প্রাশাসন ৷ সোমবার কোচবিহার এন এন পার্কে এক বেসরকারি সংস্থার সহযোগিতায় 131টি মোটরসাইকেল তুলে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি দফতরে ৷ যার মধ্যে 60টি জেলা পুলিশের হাতে, ভূমি ও ভূমি সংস্কার দফতরে 12টি, বনদফতর ও পরিবহণ দফতরের হাতে 24টি মোটর সাইকেল তুলে দেওয়া হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার সহ সরকরি আধিকারিকরা (Cooch Behar News )।

ABOUT THE AUTHOR

...view details