Viral Video গোখরোর ছোবল থেকে ছেলেকে বাঁচালেন মা, দেখুন ভিডিয়ো - গোখরোর ছোবল থেকে ছেলেকে বাঁচালেন মা
কর্নাটকের মান্ড্যের চামুন্ডেশ্বরী বারাংয়ের একটি বাড়ি থেকে মা ও তাঁর বাচ্চা বেরোচ্ছিলেন ৷ বাড়ির সামনেই রয়েছে সিঁড়ি ৷ বাচ্চাটি আগে ছিল মা তার পিছনে ৷ শেষ সিঁড়ির নীচেতেই যে সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছিল তা জানতেন না মা ও বাচ্চাটি ৷ শেষ সিঁড়ির নীচেই ছিল এক বিশাল গোখরো সাপ ৷ গা শিউরে ওঠা এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (Viral Video of Snake Bite in Mandya)। বাচ্চাটি ঠিক গোখরোর মাথার উপরে পা দিচ্ছিল, তখনই সাপটি মাথা সরিয়ে ফণা তুলে তেড়ে এসেছে ৷ ততক্ষণাৎ মা ছেলের হাত ধরে টেনে সরিয়ে নেন ৷ প্রাণে বেঁচে যায় বাচ্চাটি ৷