Monami Ghosh: 'ভিটামিন এম' নিয়ে হাজির 'টাপা টিনি' গার্ল - ভিটামিন যে বাজারে আসতে চলেছে এর আভাস পাওয়া গিয়েছিল দিন কুড়ি আগে
ভিটামিন এ, বি, সি, ডি-র কথা সকলেরই জানা ৷ কিন্তু ভিটামিন 'এম' শুনেছেন কখনও ৷ নিশ্চয় নয় ৷ এই ভিটামিন নিয়ে সোশাল মিডিয়া এখন তোলপাড় ৷ কী হয় এই ভিটামিন 'এম'-এ ? এর উত্তরে টাপা টিনি গার্ল বললেন মন ভালো রাখার টনিক হল ভিটামিন ৷ ভিটামিন যে বাজারে আসতে চলেছে এর আভাস পাওয়া গিয়েছিল দিন কুড়ি আগে ৷ আর আজ তা প্রকাশ পেল (Monami Ghosh Introduce Her New Project Vitamin M)৷ এই ভিটামিন লঞ্চের দায়িত্বে আছেন টলিউড অভিনেত্রী মনামী ঘোষ । তাঁর কণ্ঠে এবং অভিনয়ে প্রথম বাংলা মিউজিক ভিডিয়ো 'ভিটামিন এম'। না ভিটামিন এম কোনও ওষুধ নয় । মনামীর পরবর্তী কোনও প্রজেক্ট । অভিনেত্রীর নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই আজই চলে এল 'ভিটামিন এম'। অসাধারণ ঠুমকা তে কোমর দুলিয়ে ডান্স পারফরম্যান্সে মাতিয়ে দিয়েছেন 'মনে থেকে যাওয়া নাম মনামী'। আর 'ভিটামিন এম' নিয়ে বাকি কথা শেয়ার করলেন ইটিভি ভারতকে ৷
Last Updated : Jul 7, 2022, 12:30 PM IST
TAGGED:
ভিটামিন এম নিয়ে হাজির মনামী