Moloy Ghatak: মঞ্চে ওঠার যোগ্যতা অর্জন করতে হয়, আসানসোলের অনুষ্ঠানে বললেন বিরক্ত মলয় ঘটক - Moloy Ghatak controversial speech in Asansol
রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারকে সংবর্ধনা দেওয়ার জন্য তৃণমূল ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আসানসোল রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ কিন্তু মন্ত্রী মলয় ঘটক মঞ্চে পৌঁছে দেখলেন মঞ্চে প্রচুর ভিড় । বিরক্ত হয়ে মন্ত্রী ছাত্র যুব নেতাদের মঞ্চ ফাঁকা করার নির্দেশ দেন । এরপর মন্ত্রী মলয় ঘটক নিজের বক্তব্য দিতে গিয়ে বলেন, "একটা দল তখনই শক্তিশালী হয়, যখন দলের মধ্যে শৃঙখলা থাকে । আমি এসেই দেখলাম মঞ্চে 300 মানুষের ভিড় । মঞ্চে ওঠার জন্য যোগ্যতা লাগে । এমনভাবে সেই যোগ্যতা তৈরি করতে হবে যাতে নিজে থেকে স্টেজে ওঠার দরকার নেই, মঞ্চ থেকেই আপনাকে ডেকে নেওয়া হবে ।"