Mohammed Salim in Cooch Behar : রাজ্যে মদ খেয়ে মরলে ৫ লাখ, ঝড়ে মরলে ২ লাখ, কটাক্ষ সেলিমের - Mohammed Salim visits storm affected area in Cooch Behar
কোচবিহার 1 ব্লকের ঝড়ে ক্ষতিগ্রস্ত সুটকাবাড়ি, মোয়ামারি এলাকা পরিদর্শন করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim in Cooch Behar) । শনিবার বিকেলে সিপিআইএম জেলা সম্পাদক অনন্ত রায়কে সঙ্গে নিয়ে তিনি ঝড় কবলিত বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন । মৃত জাহাঙ্গির আলমের বাড়িতে যান এবং কিছু সহযোগিতার আশ্বাস দেন । ঝড়ে মৃত দুই পরিবারকে রাজ্য সরকারের আর্থিক সাহায্য দেওয়া নিয়ে সেলিম বলেন, "এরাজ্যে মদ খেয়ে মরলে 5 লাখ টাকা পাওয়া যায় । অথচ ঝড়ে মরলে 2 লাখ টাকা দেওয়া হয় ।" পাশাপাশি হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, "বিডিওর উচিত ম্যানুয়াল দেখে সবার জন্য বাড়ির ব্যবস্থা করা এবং তাদের জিনিসপত্র দিয়ে সহযোগিতা করা ।"
Last Updated : Apr 24, 2022, 9:43 AM IST