কামারহাটিতে অক্সিজেন পার্লারের উদ্বোধন মদন মিত্রের - অক্সিজেন পার্লারের উদ্বোধন মদন মিত্রের
কামারহাটিতে অক্সিজেন পার্লারের উদ্বোধন করলেন বিধায়ক মদন মিত্র ৷ একসঙ্গে 100 জনকে এখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে ৷ এছাড়া মহিলাদের জন্যও থাকছে আলাদা ব্যবস্থা ৷ অক্সিজেনের মাত্রা যাঁদের নেমে যাচ্ছে সেরকম বৃদ্ধ ও অক্ষম রোগীদের বাড়িতে গিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকছে ৷