Kanchan Mullick casts his vote : উৎসবের মেজাজে ভোট দিলাম : কাঞ্চন - Kanchan Mullick casts his vote
কলকাতা পৌরনিগমের অন্তর্গত নাকতলার বাসিন্দা অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক । নাকতলা হাইস্কুলে গিয়ে সাধারণ মানুষের মতোই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন 100 নম্বর ওয়ার্ডের ভোটার কাঞ্চন (Kanchan Mullick casts his vote) ৷ নিজের ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটকে উৎসবের মতো উদযাপন করার কথা বলেছেন । সকাল থেকে অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে স্কুলে ।’