Mithun Kandu : 'কাকুর বাকি থাকা কাজ করব', উপনির্বাচনে তপন কান্দুর স্মৃতিচারণায় ভাইপো মিঠুন - ঝালদা পৌরসভার উপনির্বাচন
মাস চারেক আগে কাকু তপন কান্দু পৌরভোটে এই ঝালদা দু'নম্বর ওয়ার্ড থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হন ৷ তখনও সেভাবে সক্রিয় রাজনীতিতে যোগ দেননি প্রয়াত কংগ্রেস নেতার ভাইপো মিঠুন কান্দু(Mithun Kandu)। তবে কাকুর সঙ্গে মাঝে মধ্যে ভোট প্রচারে বা ভোটের কাজে ঘোরাঘুরি করতেন মিঠুন । কিন্তু গত 13 মার্চ দুষ্কৃতীদের গুলিতে খুন হন তপন কান্দু । কাকুর মৃত্যুর কারণে রবিবার সেই ওয়ার্ডেই পুনঃনির্বাচন ৷ আর এবার কাকুর জায়গায় প্রার্থী মিঠুন । কতটা তফাৎ সেই সময় এর সঙ্গে বর্তমান সময়ের ? এই বিষয়ে মিঠুন কান্দু বলেন(Mithun Kandu Nephew of Tapan Kandu Gives Reaction on Jhalda 2 no Ward by Poll), "ভাল তো লাগছে না । কারণ এটা তো খুশির ভোট নয় । আমি তো চাইনি এইভাবে প্রার্থী হতে । আজ বাধ্য হয়ে এলাকার মানুষের জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে । কারণ এই এলাকার মানুষের জন্য প্রচুর কাজ করার ইচ্ছা ছিল কাকুর কিন্তু দুষ্কৃতীরা তাঁকে সেই সুযোগ দিল না । তবে এই নির্বাচনের সুবাদে মানুষজনের সঙ্গে কথা বলতে পারছি, তাঁদের সঙ্গে থাকতে পারছি এটাতে কিছুটা ভাল লাগছে । তবে কাকুকে খুব মনে পড়ছে ৷ আগের ভোটে আমি বাইরে ছিলাম আর কাকু ভিতরে আর আজ আমি ভিতরে কাকু কোথাও নেই ।"