পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bidhannagar Arrest: পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ - বিধাননগর গ্রেফতার

By

Published : Jun 16, 2022, 3:25 PM IST

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার এক কুখ্যাত দুষ্কৃতী ৷ ধৃতের নাম সুরজ আলি ওরফে বাবু ৷ তাকে উত্তর 24 পরগনার রাজারহাট থানার পুলিশ গ্রেফতার করে ৷ এই গ্রেফতারিতে তাদের সহযোগিতা করে বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রাজারহাটের রাজবাটিঘাট এলাকায় অভিযান চালিয়ে সুরজকে পাকড়াও করা হয় ৷ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি ওয়ান শটার এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় ৷ উল্লেখ্য, এর আগে 2018 সালেও সুরজকে গ্রেফতার করা হয়েছিল ৷ সেই সময়েও তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল বলে দাবি পুলিশের ৷ ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ৷ রাইগাছি এলাকায় রেহান নামে এক কুখ্যাত দুষ্কৃতী রয়েছে ৷ এলাকাবাসীর দাবি, সুরজ সেই রেহানের শাগরেদ ৷ অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details