River Embankment Inspection : অশনি সতর্কতায় নদী বাঁধ পরিদর্শনে মন্ত্রী - নদী বাঁধ পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
ঘূর্ণিঝড় অশনি সর্তকতার মধ্যে জলপথে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের নদী বাঁধ পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা (Minister and Irrigation Department Officers Inspected River Embankment) ৷ সেচ দফতরের আধিকারিকরা ছাড়াও এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন সাগর ব্লকের বিডিও সুদীপ্ত মণ্ডল ও সাগরের এসডিপিও দীপাঞ্জন চট্টোপাধ্যায় ৷ জলপথে নদী বাঁধের দশা খতিয়ে দেখার (River Embankment Inspection) পাশাপাশি যে সকল জায়গায় নদী বাঁধগুলি বেহাল রয়েছে তা দ্রুত মেরামতির নির্দেশ দেন মন্ত্রী ৷
TAGGED:
River Embankment Inspection