পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Millionaire Civic Volunteer : লটারিতে কোটিপতি সিভিক ভলেন্টিয়ার - লটারিতে কোটিপতি সিভিক ভলেন্টিয়ার

By

Published : Apr 16, 2022, 7:36 PM IST

মাত্র দেড়শো টাকার লটারির টিকিট কেটেই এক বেলাতেই ঘুরে গেল ভাগ্যের চাকা। লটারিতে এক কোটি টাকা পেলেন ফারাক্কা থানার সিভিক ভলান্টিয়ার আবদুর রাকিব শেখ ওরফে সাদ্দাম (Millionaire Civic Volunteer)। শনিবার দুপুর একটার টিকিটে কোটিপতি হন ফরাক্কার বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের কেঁদুয়া এলাকার বছর বত্রিশের ওই সিভিক ভলান্টিয়ার। জানা গিয়েছে, শনিবার সকালেই এনটিপিসি ফাঁড়ির সামনে একটি দোকান থেকে দেড়শো টাকার লটারির টিকিট কাটেন ৷ দুপুর একটার খেলায় তাঁর টিকিটেই ওঠে কোটি টাকার পুরস্কার।

ABOUT THE AUTHOR

...view details